এমাসে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে, ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে। মিয়ামিতে লিওনেল স্কালোনির দল অনুশীলন চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্ধারিত ভেন্যুতে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলা গড়াবে না, জানাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
আর্জেন্টিনা প্রথম ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে খেলবে। পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার কথা শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে।
তবে শিকাগোতে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, অভিবাসী দমন অভিযান কেন্দ্র করে। সেখানে বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার ব্যবহার করে হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে উত্তেজনা চলছে।
আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর ম্যাচের ভেন্যু তাই বদল করা হয়েছে। শিকাগো থেকে সরিয়ে আনা হয়েছে মিয়ামিতে। ভেন্যু বেছে নেয়া হয়েছে মিয়ামির চেজ স্টেডিয়াম। যেটি লিওনেল মেসিদের ইন্টার মিয়ামির ঘরের মাঠ।









