চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে নেই লিওনেল মেসি। পাশাপাশি একাধিক খেলোয়াড় ছিটকে গেছেন স্কোয়াড থেকে। এবার আরও একটি ধাক্কা আর্জেন্টিনার। পেশির চোটে ভুগছেন লৌতারো মার্টিনেজ। উরুগুয়ের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মেসির পাশাপাশি পাওলো দিবালাসহ প্রাথমিক দল থেকে আরও ছিটকে গেছেন গঞ্জালো মন্টিয়েল ও জিওভানি লো সেলসো। চোটের কারণে আগে থেকে নেই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ সামনে রেখে লৌতারো মার্টিনেজকে নিয়ে ২৬ সদস্যের দল দেন কোচ লিওনেল স্কালোনি।
খবর, ইন্টার মিলান তারকা চোট নিয়ে এসেছেন জাতীয় দলের ক্যাম্পে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফেইনুর্দের বিপক্ষে দারুণ করেছিলেন। চোটের কারণে ফিরতি লেগে খেলা হয়নি তার। সেই চোট বাছাইয়ে খেলার আগে পুরোপুরি সেরে যাওয়ার আশা থাকলেও আপাতত সম্ভাবনা কম।
মঙ্গলবার দলের সঙ্গে মার্টিনেজ কিছু সময় অনুশীলন করলেও পরে একাকী অনুশীলন সারেন। অবশ্য চোট নিয়ে আর্জেন্টিনা দলের পক্ষে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। বুধবার লিওনেল স্কালোনির দল ঘরের মাঠে ব্রাজিলকে আতিথ্য দেবে। বাছাইয়ে ভালো অবস্থানে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে তারা। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল।









