কাতার আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপের প্রতিপক্ষ বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে দলটি।
কাতারের আস্পির জোন স্টেডিয়ামে সোমবার রাতে প্রথমে পিছিয়ে পড়েছিল আর্জেন্টাইনরা। পরে ম্যাচে ২ মিনিট ব্যবধানে দুই গোল দিয়ে জয় পায় আর্জেন্টাইন যুবারা।
প্রথমার্ধের ৩৬ মিনিটে রোমারিও তুলিয়ান বেলজিয়ামের জালে প্রথম গোল করে লিড এনে দেন আলবিসেলেস্তেদের। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আর্থার ডি কেম্বে আর্জেন্টিনার জালে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান।
৫৯ মিনিটে বেলজিয়ামকে লিড এনে দেয় স্টান নাউরেত। আর্জেন্টিনার ফাকুন্দো জাইনোকিস্কি ৬৯ মিনিটে আবার সমতায় ফেরান। ২-২ ব্যবধানে সমতায় থাকা ম্যাচে দুই মিনিটের ব্যবধানে ফিলিপে এস্কাওভাল ৭১ মিনিটে বেলজিয়ামের জালে আবারও গোল করেন।
৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শেষ করে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় বেলজিয়াম পয়েন্ট হারিয়ে প্রথম রাউন্ডের সূচনা করেছে।









