অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চিলিতে আসরের শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ভোরে আলবিসেলেস্তেদের সঙ্গে কোয়ার্টার নিশ্চিত করেছে কলম্বিয়া, নরওয়ে ও ফ্রান্স।
ম্যাচের শুরুতে দ্বিতীয় মিনিটে ডি গোরোসিতোর পাসে এ সারকো নাইজেরিয়ার জালে প্রথম বল জড়ান। এম কারিযো আর্জেন্টিনার হয়ে করেন জোড়া গোল, ২৩ মিনিটে প্রথম গোলটি করেন তিনি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে কারিযোর আরেকটি গোল পায়, ৫৩ মিনিটে আবারও নাইজেরিয়ার জালে বল জড়ান তিনি। ৬৬ মিনিটে এম সিলভেট্টি আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন।
কলম্বিয়া ৩-২ ব্যবধানে জয় পেয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। নরওয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে। জাপানকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে গেছে ফ্রান্স।
স্পেন ও মেক্সিকো কোয়ার্টার নিশ্চিত করেছে আগেই। এপর্যন্ত ছয় দল কোয়ার্টারে এখনও বাকি দুদলের আসা। শেষ ষোলোর বাকি দুই ম্যাচের একটিতে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ইতালি। আরেকটিতে মরক্কো ও স্পেন।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে লড়তে হবে মেক্সিকোর বিপক্ষে। ১২ অক্টোবর খেলা মাঠে গড়াবে।









