সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলেছে আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। নভেম্বর উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়নরা জানাল তাদের প্রীতি ম্যাচের সূচি।
অ্যাঙ্গোলার বিপক্ষে নভেম্বরে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। খেলাটি মাঠে গড়াবে ১৪ নভেম্বর। ম্যাচটির জন্য স্পেনে অনুশীলন করবে লিওনেল স্কালোনির দল।
প্রীতি ম্যাচটি হবে আফ্রিকার দেশ আঙ্গোলার মাটিতে। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে স্মৃতিবহুল করে তুলতেই এই ম্যাচের আয়োজন।
সর্বশেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনা পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে হারায়। এর আগের ম্যাচে ভেনেজুয়ালার বিপক্ষে জেতে ১-০ ব্যবধানে।









