অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফানাইলের জন্য প্রস্তুত মঞ্চ। শিরোপা মহারণে মুখোমুখি হবে ৬ বারের যুব বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার ফাইনালে পৌঁছায় মরক্কো। দীর্ঘ ১৮ বছর পর যুব বিশ্বকাপের শিরোপার হাতছানি আলবিসেলেস্তেদের।
সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে লাতিন এবং আফ্রিকার দেশ দুটির যুবারা।
টুর্নামেন্টজুড়ে অপরাজিত আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপপর্বে শুধুমাত্র মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরেছিল মরক্কো। যে গ্রুপ শীর্ষে থেকে মেক্সিকো ও স্পেনের সাথে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছিল তারা। সেই গ্রুপ থেকে বাদ পড়েছিল ব্রাজিল।
আর্জেন্টিনা গ্রুপপর্বে ইতালি, অস্ট্রেলিয়া এবং কিউবাকে পেছনে ফেলে আসে। শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে, কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০তে এবং সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০তে হারিয়ে ফাইনালে আসে আর্জেন্টিনা।
মরক্কো সেরা ষোলোতে সাউথ কোরিয়াকে ২-১ গোলে এবং কোয়ার্টারে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায়। সেমিতে ফ্রান্সের সাথে ১-১ গোলে ড্র করে পেনাল্টিতে ৫-৪এ জিতে ফাইনালের টিকিট কাটে দেশটি।
আসরজুড়ে আর্জেন্টিনা গোল করেছে ১৫টি, হজম করেছে মাত্র ২টি। মরক্কো গোল করেছে ১০টি, হজম করেছে ৫টি। আর্জেন্টিনার হয়ে আলেজো সারকো ৪টি গোল করেন। মাহের ক্যারিজো ও মাতেও সিলভেটি ৩টি করে গোল করেন। মরক্কোর হয়ে সর্বোচ্চ ৩টি গোল করেছেন ইয়াসির জাবিরি।
এর আগে সবশেষ দুদলের যুবারা মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে, আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছিল মরক্কোকে।








