মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসবে ২০২৬ সালে বিশ্বকাপের আসর। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখতে লড়বে এ আসরে। ওই বিশ্বকাপের জন্য তৈরি আর্জেন্টিনার জার্সি ফাঁস হয়েছে বলে গণমাধ্যমে খবর হয়েছে। ‘দ্য অপালিক’ নামের একটি ওয়েবপোর্টাল এমন দাবি করেছে।
২০২৬ বিশ্বকাপের হোমের জন্য প্রস্তুত এ জার্সিতে কিছুটা পার্থক্য দেখা গেছে। আকাশি-সাদার মিশ্রণের সাথে আকাশি রঙের মাঝে গাঢ় ও হালকা একাধিক প্রলেপ রয়েছে। যার শেষটা হয়েছে গাঢ় নীল দিয়ে। জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বি স্ট্রাইপে তিন রকম নীলের কেন্দ্রে থাকছে আকাশি রং।
আকাশি-সাদা জার্সিতে প্রথমবারের মত তিনটি তারকা যোগ করা হয়েছে যা তিনটি বিশ্বকাপ জয়ের ইতিহাসের কথা বলে। আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জিতেছিল যার ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
২০২৬ সালের জুনে পরবর্তী বিশ্বকাপের আসর বসবে। এ আসরে প্রথমবারের মত খেলবে ৪৮টি দল। ১৯৯৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অংশ নিয়ে আসছিল ৩২টি দেশ।








