বিশ্বকাপ-২০২৬ লাতিন অঞ্চলের বাছাইয়ে নভেম্বর উইন্ডোতে প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়টিতে পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির বাড়ানো বলে লৌতারো মার্টিনেজের গোলে পেরুকে হারিয়ে বছর শেষ করল বিশ্বজয়ীরা।
বুধবার ভোরে ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইয়ে টেবিলের শীর্ষে অবস্থান আরও পোক্ত করেছেন মেসিরা। বাছাইয়ে এপর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় এক ড্র ও তিন হারে আর্জেন্টিনার পয়েন্ট ২৫। দুইয়ে উরুগুয়ের পয়েন্ট ১৯।
এল মনুমেন্টালে বল দখলের লড়াইয়ে সফরকারীদের পাত্তাই দেয়নি আর্জেন্টিনা। আক্রমণের পরিসংখ্যানেও এগিয়ে স্বাগতিক দলটি। একের পর এক আক্রমণের পরও পেরুর রক্ষণ ভেদ করতে মেসিদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
গোলশূন্য প্রথমার্ধ শেষে ৫৫ মিনিটে আলবিসেলেস্তেদের জালের দেখা পাইয়ে দেন মার্টিনেজ। মেসির বাতাসে ভাসিয়ে বাড়ানো বল বক্সের মধ্যে শূন্যে ভেসে বাঁ-পায়ের দর্শনীয় শটে গোলবারের ডানপাশ দিয়ে জালে পাঠান ইন্টার মিলান তারকা। সেই লিড ধরে রেখে জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
قووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووول pic.twitter.com/SKQbDstJbg
— M10G (@World10G) November 20, 2024









