২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে লিওনেল মেসিদের সতীর্থ ছিলেন আলেজান্দ্রো গোমেজ। ২০২৩ সালের অক্টোবরে অনুপযুক্ত পদার্থ গ্রহণের দায়ে তাকে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেটি কাটিয়ে ফিরলেন ৩৭ বর্ষী গোমেজ।
ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব কালচিও পাদোভার হয়ে প্রত্যাবর্তন ঘটেছে ৩৭ বর্ষী গোমেজের। ভেনেসিয়ার বিপক্ষে সিরি ‘বি’র ম্যাচে ৫৮ মিনিটে বদলি নামেন তিনি। দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পেলেও ২-০ গোলে দলের হার এড়াতে পারেননি।
গোমেজ দাবি করেছিলেন, সন্তানকে দেয়া কাশির সিরাপ ভুলবশত খাওয়ায় এমন হয়েছিল। সেই ঘটনা সামনে আসার পর স্প্যানিশ ক্লাব সেভিয়া তার সাথে চুক্তি বাতিল করে দেয়। গত ১৮ অক্টোবর দুবছরের ডোপিং নিষেধাজ্ঞা শেষ করে ফিরেছেন এ ফরোয়ার্ড।
আর্জেন্টিনা জার্সিতে ২০১৭ সালে অভিষেক গোমেজের। ২০২২ সালে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে ১৭ ম্যাচ খেলে করেছেন ৩ গোল।
নিষেধাজ্ঞা নিয়ে অনেকদিন চুপ থাকার পর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘অন্যরা কোকেন নেয়, গাঁজা টানে- তাদের ছয় মাসের সাজা হয়। আর আমি ছেলের কাশির সিরাপ খেয়ে পেলাম দুবছর। এটা কেমন বিচার। তবে হ্যাঁ, সেটা মেনে নিয়েছি।’









