জাতীয় দল বা ক্লাবে গোল করার পর সবসময়ই লিওনেল মেসিকে আকাশের দিকে তাকিয়ে দুই হাত উঁচু করে কাউকে স্মরণ করতে দেখা যায়। মেসি তার দাদিকে স্মরণ করে এমন উদযাপন করেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ জেতার ঠিক আগমুহূর্তে এমন করেছিলেন।
বিশ্বকাপজয়ী মহাতারকা ফাইনালে গঞ্জালো মন্টিয়েলের পঞ্চম শটের আগে আকাশের দিকে তাকিয়েছিলেন একইভাবে এবং দাদিকে স্মরণ করে ফিসফিসিয়ে বলেছিলেন, ‘এটা আজই হতে পারে, দাদি।’ সেই শটের মাধ্যমে আর্জেন্টিনার ৩৬ বছর পর শিরোপা জেতা হয়ে যায়।
লিওনেল মেসির উত্থানে দাদি সিলিয়া ওলিভিয়েরা কুচিত্তিনির বড় অবদান আছে। শারীরিক গঠনের কারণে ছোটবেলায় মেসি ঠিকভাবে খেলতে পারতেন না। বেশি বয়সীদের সাথে খেলতে নিতে স্থানীয় এক কোচকে রাজি করাতে পেরেছিলেন তিনি। সিলিয়া ১৯৯৮ সালে মারা যান।







