সপ্তাহ পেরিয়ে মাঠে গড়াবে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আসরে নামবে আর্জেন্টিনা। তাদের দল তারকায় ঠাসা, এরমধ্যে কোচ লিওনেল স্কালোনির তরুণ দুজনের খেলার ধরন বেশ ভালো লেগেছে।
তারা হচ্ছেন দুই মিডফিল্ডার আলোজান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টিন কার্বোনি। ১৯ বর্ষী দুই তারকা ইতিমধ্যে ইউরোপ মাতাতে শুরু করেছেন। গার্নাচো ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডে এবং কার্বোনি সিরি আ’র এসি মনজাতে খেলছেন।
কোপার আসরে মধ্যমাঠ সামলাতে দলে রাখা দুই তরুণ সম্পর্কে স্কালোনি বলছেন, ‘গার্নাচো এবং কার্বোনির খেলা আমাদের বেশ আনন্দিত করে। ভবিষ্যতে তারা আমাদের দলে অনেককিছু দিতে চলেছে।’
কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচে নামবে, প্রথমটি ইকুয়েডরের বিপক্ষে। সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে গড়াবে মেসিদের ম্যাচ।









