৪৮ দল নিয়ে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ‘জে’ গ্রুপে। বিশ্বকাপে আলবিসেলেস্তেরা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। তার পরদিন শনিবার আসন্ন আসরের সূচি প্রকাশ করেছে ফিফা।
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে চলা ফুটবল মহাযজ্ঞের গ্রুপপর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে গড়াবে আসর।
লিওনেল মেসির আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন। যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ডালাসে ম্যাচটি গড়াবে ২২ জুন। ২৭ জুন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে একইমাঠে খেলবে জর্ডানের বিপক্ষে।
একনজরে গ্রুপপর্বে আর্জেন্টিনার ম্যাচের সূচি (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী)
১৬ জুন: আর্জেন্টিনা-আলজেরিয়া, ক্যানসাস সিটি (রাত ৯টা)
২২ জুন: আর্জেন্টিনা-অস্ট্রিয়া, ডালাস (দুপুর ১টা)
২৭ জুন: আর্জেন্টিনা-জর্ডান, ডালাস (রাত ১০টা)









