সারাবিশ্বে ফুটবলের জন্য অন্যতম জনপ্রিয় দেশ আর্জেন্টিনার এক পেসার অনন্য কীর্তি গড়েছেন। মাত্র ষষ্ঠ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছেন হার্নান ফেনেল। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আমেরিকা অঞ্চলের সাব রিজিওনাল অঞ্চলের কেম্যান আইল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন।
কেম্যান আইল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে টানা চার বলে চার উইকেট নিয়েছেন ফেনেল। ডাবল হ্যাটট্রিকের সুবাদে টি-টুয়েন্টিতে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এ রেকর্ড করেন ৩৬ বর্ষী পেসার।
ডাবল হ্যাটট্রিক করা আগের পাঁচ বোলার হলেন আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং লেসোথের ওয়াসিম ইয়াকুবার। সবশেষ এ ক্লাবে যোগ দিলেন আর্জেন্টিনার ফেনেল।
ফেনেল টি-টুয়েন্টির ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় যাদের একটির বেশি হ্যাটট্রিক রয়েছে। আর্জেন্টিনার অভিজ্ঞ এ পেসার এর আগে পানামার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন। ওই হ্যাটট্রিকও ছিল আইসিসির আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে।
মাল্টার ওয়াসিম আব্বাস, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সাইবেরিয়ার মার্ক পাভলোভিচ, নিউজিল্যান্ডের টিম সাউথি, শ্রীলঙ্কা মালিঙ্গার টি-টুয়েন্টিতে একটির বেশি হ্যাটট্রিক রয়েছে।
অবশ্য ফেনেলের অনন্য রেকর্ডের দিনে হেরেছে আর্জেন্টিনা। কেম্যানের করা ১১৬ রানের জবাবে দলটি অলআউট হয়েছে মাত্র ৯৪ রানে।









