কোপা আমেরিকা এবারের আসর গড়াতে আর বাকী মাত্র কয়েকদিন। টুর্নামেন্ট সামনে রেখে চুড়ান্ত দল দিয়েছে আর্জেন্টিনা। ২৯ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেয়া ও ডিফেন্ডার লিওনার্দো বালের্দি এবং ভ্যালেন্টিন বারকো।
ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। দলে আছেন লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়ার মত তারাকা ফুটবলার।
বাংলাদেশ সময় আগামী ২১ জুন থেকে যুক্তরাষ্ট্রে গড়াবে কোপা আমেরিকার আসর। উদ্বোধনী দিনে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে স্কালোনির দল। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। ২৯ জুন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপপর্বে মেসিদের শেষ প্রতিপক্ষ পেরু।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি ও এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো,
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ইজিকুয়েল পালাসিও, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: অ্যাঙ্গেল ডি মারিয়া, ভ্যালেন্টিন কার্বনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ।









