শেষ রোমাঞ্চের অপেক্ষা। তারপর পর্দা নামার পালা। যুক্তরাষ্ট্রে চলতি কোপা আমেরিকার ৪৮তম আসরে বাকী কেবল ফাইনাল মহারণ। ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান ও টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে কিছুক্ষণ পরেই শিরোপা ধরে রাখার মহারণে লিওনেল মেসির দল। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে লড়াই। তার আগেই শুরুর একাদশ জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
ফাইনাল দিয়েই বর্ণিল ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন ফুটবলের অন্যতম কিংবদন্তি অ্যাঙ্গেল ডি মারিয়া। বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন ডি মারিয়া। ক্রমণভাগে তার সঙ্গী হবেন অধিনায়ক মেসি ও তরুণ জুলিয়ান আলভারেজ। গোলবার পাহারায় এমিলিয়ানো মার্টিনেজ পালন করবেন নির্ভার ভূমিকা। মধ্যভাগে রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার আছেন কোচ লিওনেল স্কালোনির পছন্দের তালিকায়।
আর্জেন্টিনার শুরুর একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ।









