লা লিগায় রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করার রাতকে ‘স্বপ্নের রাত’ বলছেন জিরোনা ফরোয়ার্ড টাটি কাস্তেয়ানোস। লস ব্লাঙ্কোসদের জালে একাই ৪টি গোল দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। রেকর্ডও গড়েছেন। ক্যারিয়ারের অন্যতম অর্জন উপভোগ করছেন কাস্তি। বলেছেন, ‘এটি স্বপ্নের রাত ছিল।’
মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারায় জিরোনা। স্পেনের দ্বিতীয় সারির লিগ থেকে লা লিগায় আসা ক্লাবটির হয়ে একাই ৪ গোল করেন কাস্তেয়ানোস। বড় জয়ে টেবিলের নয়ে উঠে এসেছে জিরোনা। অবনমনে পড়ার শঙ্কাও কেটে গেছে অনেকটাই। বলা চলে, আগামী মৌসুমেও লা লিগায় লড়বে সিটি ফুটবল গ্রুপের ক্লাবটি।
নিউইয়র্ক সিটি এফসি থেকে ধারে আসা কাস্তেয়ানোস রিয়ালের বিপক্ষে দশম ফুটবলার হিসেবে এক ম্যাচে চার গোলের রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার রাতে স্প্যানিশ গণমাধ্যমে জানিয়েছেন, ‘এটি স্বপ্নের রাত। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি, এবং আমি কল্পনাও করতে পারিনি যে চারটি গোল করব।’
‘আমার পরিবার, আর্জেন্টিনায় আমার আত্মীয়, মেনডোজার মানুষজন এবং সমর্থকরা, যারা আমাকে সমর্থন করে, তাদের সাথে এটি উপভোগ করবো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করা আমার স্বপ্ন ছিল। সেখানে চারটি গোল পেয়েছি, যা উপভোগ্য। এই জয়ে আমি খুব উচ্ছ্বসিত, আমাদের অবনমন জোন এড়াতে এটি দরকার ছিল।’








