কোপা আমেরিকায় নিজেদের অভিষেক ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে গেছে কানাডা। হারের পর অনলাইনে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন দলটির একজন খেলোয়াড়।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে কোপা আমেরিকার চলতি আসরে উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে কানাডা। ম্যাচের পর কানাডা সকার জানিয়েছে, বর্ণবাদী আচরণে শিকার হওয়ার কথা। বিষয়টি টুর্নামেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে কানাডা।
বর্ণবাদী আচরণের শিকার হওয়া খেলোয়াড়ের নাম অবশ্য জানায়নি কানাডা। ম্যাচের সময় দলটির ডিফেন্ডার মোয়েস বোম্বিতোর সঙ্গে সংঘর্ষ হয় মেসির। তখন গোড়ালিতে চোট পান আর্জেন্টাইন মহাতারকা। ধারণা করা হচ্ছে, বোম্বিতোকে নিয়েই বর্ণবাদী আচরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিবৃতিতে কানাডা সকার বলেছে, ‘ম্যাচের পর আমাদের একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে অনলাইনে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। বিষয়টি নিয়ে কানাডা সকার সচেতন এবং গভীরভাবে বিরক্ত। আমরা কনক্যাকাফ ও কনমেবলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি।’
চলতি সপ্তাহের শুরুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল, অনলাইনে অপব্যবহার এবং বর্ণবাদী আচরণের শিকার থেকে খেলোয়াড়দের রক্ষা করতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুল ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন ও দলগুলো ব্যবহার করতে পারবে।









