আগামী বছর তিন দেশ নিয়ে আয়োজিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই শেষে লিওনেল স্কালোনির দল বিশ্বমঞ্চে নামার আগে এখন শুধু নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটিকে সামনে রেখে লিওনেল মেসিকে নিয়ে ২৮ জনের দল ঘোষণা করেছেন স্কালোনি।
শনিবার ভোরে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা এবং ১৪ তারিখ ভোরে শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। স্কোয়াডে নাম থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি এবং রদ্রিগো ডে পলকে মাচে পাওয়া যাবে কি না তা নিয়ে আছে কিছুটা সংশয়।
১২ তারিখ ইন্টার মিয়ামির ঘরের মাঠে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মেজর লিগের ম্যাচে নামবে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল। মিয়ামির কোচ মাশ্চেরানো বলেছেন, ‘এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা এখন আলোচনা করছি, আপনাদের এ বিষয়টি জানানো হবে।’
দলে নতুন আছে দুটি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা ২৬ বর্ষী অ্যানিবাল মোরেনো এবং রিভার প্লেটে খেলা ২১ বর্ষী লৌতারো রিভেরো।
স্কালোনির ঘোষিত ২৮ জনের স্কোয়াডে যারা আছেন:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরনিমো রুল্লি।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো ব্যালের্দি, ফ্যাকুন্ডো ক্যাম্বেসেস, নিকোলাস প্যালেকোনাফি, নিকোলাস প্যাকোন্যাফি, মার্কোস সেনেসি, লৌতারো রিভারো।
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, রদ্রিগো ডে পল, ফ্রাঙ্কো মাস্তানতুওনো, অ্যানিবাল মোরেনো।
ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি, লৌতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।









