আগামী বিশ্বকাপ পর্যন্ত কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর দুর্দান্ত ছন্দেও আছে তার দল। তবে বছর না গড়াতেই কোচিং ছাড়ার আভাস দিলেন বিশ্বজয়ী কোচ।
ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত এস্তাদিও মারাকানায় বুধবার ব্রাজিলের বিপক্ষে ১-০তে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৪৫ বর্ষী স্কালোনি বলেছেন, ‘আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে। প্রত্যাশাটা এখন অনেক উঁচুতে আর আমার জন্য কাজ চালিয়ে যাওয়া ও জিততে থাকা কঠিন হয়ে যাচ্ছে।
‘এমন একটি দলকে এখন সর্বোচ্চ দেয়ার শক্তি থাকতে হবে। জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সমস্ত শক্তি আছে।’
🚨 Argentina coach Scaloni: “I have to think a lot about what to do with my future…”.
“This group demands you permanently, you have to have maximum energy”.
“It's not a goodbye but the bar is very high”.
“The team needs a coach who has all possible energy”, via @gastonedul. pic.twitter.com/iJLQsNgu8R
— Fabrizio Romano (@FabrizioRomano) November 22, 2023
স্কালোনির কোচিংয়ে ৬৬টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ৪৮টিতেই জিতেছে তার দল, ছয়টি করেছে ড্র। এর মধ্যে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা। পরের বছর জেতে ফিনালিস্সিমাও।
কোচ হিসেবে তার সবচেয়ে বড় অর্জন ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ জয়। পরে ফিফা দ্য বেস্টের বর্ষসেরা কোচের পুরস্কারও পান তিনি।









