অপেক্ষার প্রহর শেষে প্রকাশ্যে এল ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। শনিবার ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বৈশ্বিক আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে গড়াতে চলা আসরের পর্দা উঠবে আগামী বছর ১১ জুন। ২৩তম আসরে প্রথমবারের মত অংশ নেবে ৪৮টি দেশ। ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে দেশগুলো।
উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে। ২৭ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে ২৮ জুন থেকে শুরু হবে রাউন্ড অফ ৩২। রাউন্ড অফ ১৬ শুরু হবে ৪ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ জুলাই এবং সেমিফাইনাল ১৪-১৫ জুলাই। ১৮ জুলাই ব্রোঞ্জ ফাইনাল এবং ১৯ জুলাই মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।
আসন্ন আসরে প্রথমবারের মত বিশ্বকাপের টিকিট কেটেছে কুরাসাও, কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান। ২৭ বছর পর বিশ্বমঞ্চে খেলবে আর্লিং হালান্ডের নরওয়ে। ‘আই’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ২০১৮ বিশ্বকাপ জয়ী এবং ২০২২ রানার্সআপ ফ্রান্স, সেনেগাল ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ থেকে আসা দলকে।
এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে
গ্রুপ এ: মেক্সিকো, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে অফ-ডি (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে অফ-এ (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে অফ-সি (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে অফ-বি (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ (ইরাক/বলিভিয়া/সুরিনাম)
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-১ (কঙ্গো/জ্যামাইকা/নিউ কালেডোনিয়া)
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
এক নজরে বিশ্বকাপের সব ম্যাচের সূচি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
মেক্সিকো-সাউথ আফ্রিকা (মেক্সিকো সিটি স্টেডিয়াম, মেক্সিকো)
সাউথ কোরিয়া-চেক রিপাবলিক/নর্থ মেসেডোনিয়া/রিপাবলিক অব আয়ারল্যান্ড (এস্তাদিও গুয়াদালাজারা, মেক্সিকো)
শুক্রবার, ১২ জুন ২০২৬
কানাডা-বসনিয়া/ইতালি/নর্দান আয়ারল্যান্ড/ওয়েলস (টরন্টো স্টেডিয়াম, কানাডা)
যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
শনিবার, ১৩ জুন ২০২৬
হাইতি-স্কটল্যান্ড (বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
অস্ট্রেলিয়া-কসোভো/রোমানিয়া/স্লোভাকিয়া/তুরস্ক (বিসি প্লেস ভ্যানকুভার, কানাডা)
ব্রাজিল-মরক্কো (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
কাতার-সুইজারল্যান্ড (সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
রোববার, ১৪ জুন ২০২৬
আইভরি কোস্ট-ইকুয়েডর (ফিলাডেলফিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
জার্মানি-কুরাসাও (হিউস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
নেদারল্যান্ডস-জাপান (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
তিউনেশিয়া-আলবেনিয়া/পোলান্ড/সুইডেন/ইউক্রেন (এস্তাদিও মন্টেরে, মেক্সিকো)
সোমবার, ১৫ জুন ২০২৬
সৌদি আরব-উরুগুয়ে (মিয়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
স্পেন-কেপ ভার্দে (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ইরান-নিউজিল্যান্ড (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
বেলজিয়াম-মিশর (সিয়াটেল স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ফ্রান্স-সেনেগাল (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
নরওয়ে-বলিভিয়া/ইরাক/সুরিনাম (বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
আর্জেন্টিনা-আলজেরিয়া (ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
অস্ট্রিয়া-জর্ডান (সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
বুধবার, ১৭ জুন ২০২৬
ঘানা-পানামা (টরন্টো স্টেডিয়াম, কানাডা)
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
পর্তুগাল-কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া (হিউস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
উজবেকিস্তান-কলম্বিয়া (মেক্সিকো সিটি স্টেডিয়াম, মেক্সিকো)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক/নর্থ মেসেডোনিয়া/রিপাবলিক অব আয়ারল্যান্ড (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
সুইজারল্যান্ড-বসনিয়া/ইতালি/নর্দান আয়ারল্যান্ড/ওয়েলস (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
কানাডা-কাতার (বিসি প্লেস ভ্যানকুভার, কানাডা)
মেক্সিকো-সাউথ কোরিয়া (এস্তাদিও গুয়াদালাজারা, মেক্সিকো)
শুক্রবার, ১৯ জুন ২০২৬
ব্রাজিল-হাইতি (ফিলাডেলফিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
স্কটল্যান্ড-মরক্কো (বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
প্যারাগুয়ে-কসোভো/রোমানিয়া/স্লোভাকিয়া/তুরস্ক (সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম,যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া (সিয়াটেল স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
শনিবার, ২০ জুন ২০২৬
জার্মানি-আইভরি কোস্ট (টরন্টো স্টেডিয়াম, কানাডা)
ইকুয়েডর-কুরাসাও (ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
নেদারল্যান্ডস-আলবেনিয়া/পোলান্ড/সুইডেন/ইউক্রেন (হিউস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
তিউনেশিয়া-জাপান (এস্তাদিও মন্টেরে, মেক্সিকো)
রোববার, ২১ জুন ২০২৬
উরুগুয়ে-কেপ ভার্দে (মিয়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
স্পেন-সৌদি আরব (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
বেলজিয়াম-ইরান (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
নিউজিল্যান্ড-মিশর (বিসি প্লেস ভ্যাঙ্কুভার, কানাডা)
সোমবার, ২২ জুন ২০২৬
নরওয়ে-সেনেগাল (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ফ্রান্স-বলিভিয়া/ইরাক/সুরিনাম (ফিলাডেলফিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
আর্জেন্টিনা-অস্ট্রিয়া (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
জুন ২২: জর্ডান-আলজেরিয়া (সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ইংল্যান্ড-ঘানা (বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
পানামা-ক্রোয়েশিয়া (টরন্টো স্টেডিয়াম, কানাডা)
পর্তুগাল-উজবেকিস্তান (হিউস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
কলম্বিয়া-কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া (এস্তাদিও গুয়াদালাজারা, মেক্সিকো)
বুধবার, ২৪ জুন ২০২৬
ব্রাজিল-স্কটল্যান্ড (মিয়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
মরক্কো-হাইতি (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
সুইজারল্যান্ড-কানাডা (বিসি প্লেস ভ্যানকুভার, কানাডা)
কাতার- বসনিয়া/ইতালি/নর্দান আয়ারল্যান্ড/ওয়েলস (সিয়াটেল স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
মেক্সিকো- চেক রিপাবলিক/নর্থ মেসেডোনিয়া/রিপাবলিক অব আয়ারল্যান্ড (মেক্সিকো সিটি স্টেডিয়াম, মেক্সিকো)
সাউথ আফ্রিকা-সাউথ কোরিয়া (এস্তাদিও মন্টেরে, মেক্সিকো)
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
কুরাসাও-আইভরি কোস্ট (ফিলাডেলফিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
জার্মানি-ইকুয়েডর (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
জাপান-আলবেনিয়া/পোলান্ড/সুইডেন/ইউক্রেন (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
নেদারল্যান্ডস-তিউনিশিয়া (ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্র-কসোভো/রোমানিয়া/স্লোভাকিয়া/তুরস্ক (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া (সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
নরওয়ে-ফ্রান্স (বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
সেনেগাল-বলিভিয়া/ইরাক/সুরিনাম (টরন্টো স্টেডিয়াম, কানাডা)
মিশর-ইরান (সিয়াটেল স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
নিউজিল্যান্ড-বেলজিয়াম (বিসি প্লেস ভ্যানকুভার, কানাডা)
কেপ ভার্দে-সৌদি আরব (হিউস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
স্পেন-উরুগুয়ে (এস্তাদিও গুয়াদালাজারা, মেক্সিকো)
শনিবার, ২৭ জুন ২০২৬
পানামা-ইংল্যান্ড (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ক্রোয়েশিয়া-ঘানা (ফিলাডেলফিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
আলজেরিয়া-অস্ট্রিয়া (ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
আর্জেন্টিনা-জর্ডান (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
পর্তুগাল-কলম্বিয়া (মিয়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
উজবেকিস্তান-কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
রাউন্ড অফ ৩২ ম্যাচ
রোববার, ২৮ জুন ২০২৬
ম্যাচ ৭৩: গ্রুপ এ রানার্সআপ-গ্রুপ বি রানার্সআপ (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
সোমবার, ২৯ জুন ২০২৬
ম্যাচ ৭৪: গ্রুপ ই বিজয়ী-গ্রুপ এ/বি/সি/ডি/এফ তৃতীয় স্থান (বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৭৫: গ্রুপ এফ বিজয়ী-গ্রুপ সি রানার্সআপ (এস্তাদিও মন্টেরে, মেক্সিকো)
ম্যাচ ৭৬: গ্রুপ সি বিজয়ী-গ্রুপ এফ রানার্সআপ (হিউস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
ম্যাচ ৭৭: গ্রুপ আই বিজয়ী-গ্রুপ সি/ডি/এফ/জি/এইচ তৃতীয় স্থান (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৭৮: গ্রুপ ই রানার্সআপ-গ্রুপ আই রানার্সআপ (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৭৯: গ্রুপ এ বিজয়ী-গ্রুপ সি/ই/এফ/এইচ/আই তৃতীয় স্থান (মেক্সিকো সিটি স্টেডিয়াম, মেক্সিকো)
বুধবার, ১ জুলাই ২০২৬
ম্যাচ ৮০: গ্রুপ এল বিজয়ী-গ্রুপ ই/এইচ/আই/জে/কে তৃতীয় স্থান (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৮১: গ্রুপ ডি বিজয়ী-গ্রুপ বি/ই/এফ/আই/জে তৃতীয় স্থান (সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৮২: গ্রুপ জি বিজয়ী-গ্রুপ এ/ই/এইচ/আই/জে তৃতীয় স্থান (সিয়াটেল স্টেডিয়াম,যুক্তরাষ্ট্র)
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
ম্যাচ ৮৩: গ্রুপ কে রানার্সআপ-গ্রুপ এল রানার্সআপ (টরন্টো স্টেডিয়াম, কানাডা)
ম্যাচ ৮৪: গ্রুপ এইচ বিজয়ী-গ্রুপ জে রানার্সআপ (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৮৫: গ্রুপ বি বিজয়ী-গ্রুপ ই/এফ/জি/আই/জে তৃতীয় স্থান (বিসি প্লেস ভ্যানকুভার, কানাডা)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
ম্যাচ ৮৬: গ্রুপ জে বিজয়ী-গ্রুপ এইচ রানার্সআপ (মিয়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৮৭: গ্রুপ কে বিজয়ী-গ্রুপ ডি/ই/আই/জে/এল তৃতীয় স্থান (ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৮৮: গ্রুপ ডি রানার্সআপ-গ্রুপ জি রানার্সআপ (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
রাউন্ড অফ ১৬
শনিবার, ৪ জুলাই ২০২৬
ম্যাচ ৮৯: বিজয়ী ম্যাচ ৭৪-বিজয়ী ম্যাচ ৭৭ (ফিলাডেলফিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৯০: বিজয়ী ম্যাচ ৭৩-বিজয়ী ম্যাচ ৭৫ (হিউস্টন স্টেডিয়াম,যুক্তরাষ্ট্র)
রোববার, ৫ জুলাই ২০২৬
ম্যাচ ৯১: জুলাই ৫: বিজয়ী ম্যাচ ৭৬-বিজয়ী ম্যাচ ৭৮ (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৯২: জুলাই ৫: বিজয়ী ম্যাচ ৭৯-বিজয়ী ম্যাচ ৮০ (মেক্সিকো সিটি স্টেডিয়াম, মেক্সিকো)
সোমবার, ৬ জুলাই ২০২৬
ম্যাচ ৯৩: জুলাই ৬: বিজয়ী ম্যাচ ৮৩-বিজয়ী ম্যাচ ৮৪ (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৯৪: জুলাই ৬: বিজয়ী ম্যাচ ৮১-বিজয়ী ম্যাচ ৮২ (সিয়াটেল স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
ম্যাচ ৯৫: জুলাই ৭: বিজয়ী ম্যাচ ৮৬-বিজয়ী ম্যাচ ৮৮ (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ৯৬: জুলাই ৭: বিজয়ী ম্যাচ ৮৫-বিজয়ী ম্যাচ ৮৭ (বিসি প্লেস ভ্যাঙ্কুভার, কানাডা)
কোয়ার্টার ফাইনাল
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
ম্যাচ ৯৭: বিজয়ী ম্যাচ ৮৯-বিজয়ী ম্যাচ ৯০ (বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
ম্যাচ ৯৮: বিজয়ী ম্যাচ ৯৩-বিজয়ী ম্যাচ ৯৪ (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
শনিবার, ১১ জুলাই ২০২৬
ম্যাচ ৯৯: বিজয়ী ম্যাচ ৯১-বিজয়ী ম্যাচ ৯২ (মিয়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ম্যাচ ১০০: বিজয়ী ম্যাচ ৯৫-বিজয়ী ম্যাচ ৯৬ (ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
সেমিফাইনাল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ম্যাচ ১০১: বিজয়ী ম্যাচ ৯৭-বিজয়ী ম্যাচ ৯৮ (ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
ম্যাচ ১০২: বিজয়ী ম্যাচ ৯৯-বিজয়ী ম্যাচ ১০০ (আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ব্রোঞ্জ ফাইনাল (শনিবার, ১৮ জুলাই ২০২৬)
ম্যাচ ১০৩: পরাজিত ম্যাচ ১০১-পরাজিত ম্যাচ ১০২ (মিয়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
ফাইনাল (রোববার, ১৯ জুলাই ২০২৬)
ম্যাচ ১০৪: বিজয়ী ম্যাচ ১০১-বিজয়ী ম্যাচ ১০২ (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)









