অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। বছরের সবশেষ ম্যাচটি খেলতে দেশটিতে যেতে বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। অ্যাঙ্গোলায় পৌঁছানোর আগে নিতে হচ্ছে হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা। সেই নির্দেশনা না মানায় দল থেকে বাদ পড়েছেন জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা, জুলিয়ানো সিমিওনে। তিনজনই খেলেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে।
লিওনেল স্কালোনির শিষ্যরা ১৪ নভেম্বর মধ্য আফ্রিকার দেশটিতে খেলবে। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনায় ওই অঞ্চলে ভ্রমণের জন্য ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক। আলভারেজদের তাই জাতীয় দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিবৃতিতে জানিয়েছে, আলভারেজ, মোলিনা ও সিমিওনে সময়মতো টিকা নেননি। শুক্রবারের ম্যাচটি খেলতে পারছেন না তারা। এসবের আগেই হাঁটুর চোটে ডিফেন্ডার এনজো ফের্নান্দেজ ছিটকে গেছেন।
আলবিসেলেস্তে দলে ডাক পেয়েছেন আরও দুই ডিফেন্ডার, কেভিন ম্যাক আলিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ। উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও ডেকেছেন স্কালোনি। অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন ম্যাক অ্যালিস্টার। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই তিনি।









