সবশেষ ১৯৮৬ সালে ডিয়াগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর কাতারে ৩৬ বছর পর মরুর বুকে শিরোপা উঁচিয়ে ধরে লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা ডিফেন্ডার রদ্রিগো ডে পল মনে করেন, বর্তমান দলটি আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল।
২০১৮ সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আছেন ডে পল। কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ে আকাশি নীল জার্সিতে দারুণ ভুমিকা রাখেন ২৮ বর্ষী মিডফিল্ডার।
মাদ্রিদ থেকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দেন আতলেতিকোর এ তারকা। দলটির কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে ডে পল বলেন, ‘ তিনি সবকিছু গোড়া থেকে শুরু করেছেন। দারুণ কিছু জিনিস দলের মধ্যে তৈরি করেছেন। তিনি শিখিয়েছেন জাতীয় দলের জার্সিকে কীভাবে সম্মান করতে হয়’।
‘একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সতীর্থদের সঙ্গে বোঝাপড়া। যা আমাদের মধ্যে ভালোভাবেই তৈরি হয়েছিল। তিনি আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন সবার আগে জাতীয় দল। আমারও সেটাই মেনেছি। যে কারণে আমরা শেষপর্যন্ত বিশ্বকাপ জিততে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করেন, আমাদের দেশের ইতিহাসে সেরা জাতীয় দল এটি।’
আর্জেন্টাইন এ তারকা কোনো বিতর্ক তৈরি করতে এসব বলেননি, আগেই এমনটা স্বীকার করে তিনি বলেন , ‘আমি এটা নিয়ে অহংকার করছি না। আমি মনে করি, জাতীয় দলে বাইরে আরও ভালো খেলোয়াড় ছিল, কিন্তু দল হিসেবে আমরা বর্তমান চ্যাম্পিয়নদের পরাজিত করেছি। সর্বশেষ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিল, ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে আমরা হারিয়েছে।’
দীর্ঘ সময় পর হলেও আর্জেন্টাইন সমর্থকদের হতাশ করেনি স্কালোনির দল। ডে প বলেন, ‘এগুলো আসলে সহজ বিষয় না। এ দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে এবং সমর্থকদের দেয়া কথা আমরা রাখতে পেরেছি। জাতীয় দলের জার্সির মান রেখেছি।’
কাতার বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে ডে পল বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াই অমরত্বের চাবিকাঠি। আমরা অমর হয়ে থাকব। আপনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) প্রাঙ্গণে গিয়ে দেখবেন ১৯৭৮ ও ১৯৮৬ সালের চ্যাম্পিয়নদের ছবি। এখন আমরাও ছবি হয়ে সেখানে রয়ে যাব আজীবন। অবিশ্বাস্য!’







