প্যারিস অলিম্পিকে নবম দিনে আর্চারির ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছে সাউথ কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাডলি এলিসনের সঙ্গে কোরিয়ার কিম উজিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম থেকে এগিয়ে থাকা ব্রাডলি শেষপর্যন্ত হেরে যান কিমের কাছে।
যুক্তরাষ্ট্রের ব্রাডলি ৪-২এ এগিয়ে থাকার পর ম্যাচে ঘুরে দাঁড়ান কিম। ফলাফল নির্ধারণ হয় পঞ্চম সেটে। সেখানে প্রত্যেক আর্চারকে একটি করে সুযোগ দেয়া হয়। সাউথ কোরিয়ার কিম ১০ পয়েন্টে হিট করলেও কেন্দ্র থেকে একটু বাইরে ছিলেন। এরপর ব্রাডলিও ১০ হিট করেন। তবে ব্রাডলির নিশানা কেন্দ্র থেকে তিন মিলিমিটার দূরে ছিল। এটাই লড়াইয়ের ফল নির্ধারণ করে দেয়।
কিমের কাছে স্বর্ণ খুইয়ে রৌপ্য নিয়ে খুশি থাকতে হয় ব্রাডলিকে। সাউথ কোরিয়ার আরেক প্রতিযোগী লি উওসোক ব্রোঞ্জ পদক জেতেন।









