চলতি বছরটা দারুণ কাটতে পারে চিত্রনায়ক আরিফিন শুভর! তার শুরুটা হচ্ছে ১৩ জানুয়ারি ‘ব্ল্যাক ওয়ার’-এর মুক্তি মাধ্যমে। অ্যাকশন, থ্রিলার আর রোমান্সে ভরপুর এবং শুভর সিক্স প্যাক-এ ছবিটি মুক্তির পর বেশ আলোচনা তৈরি করতে পারে, এমনটা মনে করছেন চলচ্চিত্র প্রেমীরা।
চলতি বছরের দ্বিতীয়দিন মুক্তি পেয়েছে শুভর প্রথম মিউজিক্যাল ফিল্ম। ‘চলো না একসাথে’ শিরোনামের গানটিতে শুভর উপস্থিতি নজড় কেড়েছে। গান ও ভিডিওটি বিশেষ করে ‘নিউ ম্যারিড কাপল’রা সবচেয়ে বেশী পছন্দ করেছেন।
জনি হকের কথায় এ গানে কণ্ঠ দিয়েছেন আমিদ হোসেন চৌধুরী। শাহরিয়ার পলকের নির্মাণে রোমান্টিক গানটিতে শুভর বিপরীতে দেখা যায় মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলাকে।
মিউজিক্যাল ফিল্ম প্রসঙ্গে শুভর ভাষ্য, অনেকদিন পর এই গানের মাধ্যমে দর্শক রোমান্টিক শুভকে দেখছেন। এটি বিয়ের গান হিসাবে নির্মিত হয়েছে।
এদিকে, ১৩ জানুয়ারি বছরের প্রথম সিনেমা মুক্তির মাধ্যমে প্রেক্ষাগৃহে আসছেন আরিফিন শুভ। এই ছবির জন্য নয় মাস হাড়ভাঙা পরিশ্রম করে ‘সিক্স প্যাক’ গড়েছেন তিনি, যা নিকট অতীতে বাংলা সিনেমার আর কোন নায়ক করে দেখাননি। শুভর ভক্তরা বলছেন, এটি তার ক্যারিয়ারে বড় অর্জন।
শুভ বলেন, এ ছবির জন্য যতটা শারীরিক এবং মানসিক শ্রম দিয়েছি সেটা সর্বোচ্চ। এই সিনেমার জন্য পায়ের ইনজুরি আমি এখনও বয়ে বেড়াচ্ছি, যতদিন বাঁচবো ততদিন সেটা বইতে হবে। এতদিন দর্শকরা ভিনদেশী ছবিতে এসব পরিশ্রম দেখেছেন এবার ‘মেইড ইন বাংলাদেশ’ এর শ্রম দেখবে।
২০২৩ সাল শুভর ক্যারিয়ারে নতুন টার্নিং হতে পারে মনে করেন চলচ্চিত্র বোদ্ধারা। এ বছর সাতটি ছবির প্রস্তুতি নিচ্ছেন। এসবের মধ্যে ‘ব্ল্যাক ওয়ার’ ছাড়াও আছে ‘নূর’ ও ‘মুজিব’; যা আছে মুক্তির অপেক্ষায়।
অন্যদিকে শুটিং চলছে ‘উনিশ২০’ ওয়েব ফিল্মের। রোমান্টিক কনটেন্ট বানিয়ে জনপ্রিয় পাওয়া মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আফসানা বিন্দুর সঙ্গে শুভর এ কাজটি মুক্তি পাবে আসন্ন ভালোবাসা দিবসে।
পাশাপাশি শিগগির শুভ শুরু করবেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল৭১’ ছবির কাজ। যেটির জন্য প্রস্তুতিও নিচ্ছেন নায়ক। শুভ জানান, এই বছরে আরও দুটি নতুন ছবির কাজ করবেন তিনি। বললেন, নির্ধারিত সময়ে ছবিগুলোর খবর জানাবো। সবগুলো কাজই উন্নতমানের।
সবমিলিয়ে ২০২৩ সাল প্রসঙ্গে শুভর বললেন, এ বছরের আমার অনেকগুলো প্রজেক্ট আসবে। একেক প্রজেক্টে নতুন এক আরিফিন শুভকে দেখবে দর্শক। শুরু থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কাজের। আমি সবসময় ‘স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস’ নীতিতে বিশ্বাসী। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে যেতে চাই।








