দুদিন ধরেই শোবিজ দুনিয়ায় আলোচনায় বিশ্বসংগীতের কিংবদন্তী মিউজিশিয়ান এ আর রহমানের বিচ্ছেদ! সায়রা বানুর সাথে ২৯ বছরের দাম্পত্য জীবনের প্রান্তে এসে হঠাৎ কী এমন ঘটলো, যে কারণে এমন কঠোর সিদ্ধান্ত! শুধুই কি মনমালিন্য, নাকি তাদের মধ্যে ঢুকে গেছে তৃতীয় কোনো ব্যক্তি? এমন আরো বহু গুঞ্জন এখন বাজারে!
এরমধ্যে সেই গুঞ্জন দ্বিগুণ উস্কে দিলেন এ আর রহমানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দে! কারণ, রহমানের বিচ্ছেদের ঘোষণার ঘণ্টা কয়েক পরেই মোহিনী নিজের বিচ্ছেদের ঘটনাটিও বিবৃতি দিয়ে সামনে এনেছেন!
আর এ কারণেই বহু মানুষ, দুই দুইয়ে চার মেলাচ্ছেন! সন্দেহ করছেন, তাহলে কি মোহিনীর সঙ্গে রহমানের কোনো সম্পর্ক চলছে?
এসব প্রশ্নের উত্তর পাওয়া গেল এবার! রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই এবার মুখ খুললেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানালেন, “এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমান ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।”
এখানেই শেষ করলেন না আইনজীবী বন্দনা। বললেন,“প্রত্য়েকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠা-পড়ার মধ্য়ে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তারা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন।”
২৯ বছরের মোহিনী দে কলকাতার মেয়ে। রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০ টি শোয়ে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্য়ালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি।









