রবিবার চেন্নাইয়ে এ আর রহমানের চেন্নাই কনসার্টে কর্তৃপক্ষের অবহেলা-অজ্ঞতায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ওঠে শ্লীলতাহানি থেকে শুরু করে টিকিট থাকা সত্ত্বেও শোয়ে ঢুকতে না দেওয়ার অভিযোগ। অবশেষে এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন এ আর রহমান।
কনসার্টের আয়োজক এসিটিসি ইভেন্টস এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইভেন্ট সংস্থার তরফ থেকে বলা হয়েছে, চেন্নাই এবং এ আর রহমানের কাছে কৃতজ্ঞ। দারুণ সাড়া, অসাধারণ দর্শক আমাদের শোটিকে সফল করেছে। যারা অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশ করতে পারেননি, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমরা আপনাদের সাথে আছি।’ পোস্টটি শেয়ার করেছেন এ আর রহমান।
আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘যারা এই অনভিপ্রেত পরিস্থিতিতে টিকিট কেটেও ঢুকতে পারলেন না, দয়া করে আমাদের সঙ্গে আপনাদের কেনা টিকিট শেয়ার করুন। আমার টিম অত্যন্ত দুঃখিত, তারা শীঘ্রই আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন।’
এ আর রহমানের গান সরাসরি শোনার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য অগ্রিম টিকেট নিয়ে রেখেছিলেন অধিকাংশ দর্শক। সময় হতেই অনুষ্ঠানের ভেন্যুর সামনে ভক্তদের ভিড় বাড়তে থাকে। ভেন্যুতে ধারণ ক্ষমতার থেকে বেশি ভিড় হয়েছিল। অনেককে টিকিট থাকা স্বত্বেও ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে সব মিলিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।
সূত্র: কইমই







