ঈদে আসছে সময়ের জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘প্রিয় প্রজাপতি’। কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণীত হয়ে নাটকটি নির্মাণ করেছেন ‘পথে হলো দেরি’, ‘মন দুয়ারী’ খ্যাত নির্মাতা সৌখিন। আর এতে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব এবং তাসনিয়া ফারিণ।
নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মচারীর মধ্যকার খুনসুটি আর প্রেম নিয়ে নির্মিত হয়েছে ‘প্রিয় প্রজাপতি’।
গল্পে দেখা যাবে, মুগ্ধ (অপূর্ব) খুবই অলস প্রকৃতির একজন মানুষ। সবসময় অফিসে লেট করে। তাকে সোজা করার জন্য অফিস তারই সমকক্ষ একজনকে নিয়োগ দেয়। সে প্রজাপতি (ফারিণ)। প্রজাপতির উপস্থিতিতে পাল্টে যেতে শুরু করে মুগ্ধ।
জাকারিয়া সৌখিন জানান, ‘প্রিয় প্রজাপতি’ একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। তিনি বলেন, সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার ‘বিলবোর্ড’ গল্পটি পড়ে এই গল্পটি মাথায় আসে আমার। তাই বলা যায়, বিলবোর্ড গল্পের অনুপ্রেরণায় নতুন গল্প ‘প্রিয় প্রজাপতি’। বেশ আধুনিক ঢঙে এটি নির্মাণ করা হয়েছে। অপূর্ব এবং ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে ‘প্রিয় প্রজাপতি’।
নাটকে গান লিখেছেন বর্তমান সময়ে অন্যতম সুপরিচিত গীতিকার সোমেশ্বর অলি। ‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোঁপায়’ এমন কথার গানটি সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব।
গেয়েছেন জাহিদ নীরব নিজে, সাথে আতিয়া আনিসা। ‘প্রিয় প্রজাপতি’ নাটক দিয়েই ঈদে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা।









