কাজের সুবাদে দেশ বিদেশ ঘুরে বেড়ান অপু বিশ্বাস। এবার তিনি যাচ্ছেন উত্তরবঙ্গের দিনাজপুরে। সিনেমার শুটিংয়ের নয়, দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’র নতুন শো রুম চালু করতে।
বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা জানান, ফ্যাশন প্রেমীদের কাঙ্খিত স্বপ্নপূরণের প্রত্যাশা করতে দিনাজপুর যাচ্ছে বিশ্বরঙ।
অপু বিশ্বাস জানান, শো রুম উদ্বোধনের সুবাধে দেশের বিভিন্ন স্থানে যাওয়া হয়। এতে সেইসব অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ হয়। তিনি বলেন, এই বিষয়টি আমি উপভোগ করি। তাছাড়া বিশ্বরঙ স্বনামধন্য একটি ব্র্যান্ড। প্রতিষ্ঠানের সঙ্গে গত কয়েকবছর ধরে কাজ করে অনেক আনন্দ পাই। বিপ্লব সাহাকে আমি নিজের ভাই মনে করি। তার প্রতিষ্ঠান বিশ্বরঙকে নিজের প্রতিষ্ঠান মনে করি।
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, রংপুরের পর উত্তরবঙ্গে দ্বিতীয় শাখা হচ্ছে দিনাজপুর। স্থানীয় যারা আছেন সবাইকে চুড়িপট্টি রোডের পিএস টাউয়ারের দ্বিতীয় তলায় বিশ্বরঙ-এর শো রুমে চলে আসার আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে বিশ্ব রঙের দিনাজপুর শাখার শো রুম উদ্বোধনে থাকবেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মমিনুল করিম, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, সঙ্গীত শিল্পী অন্তর রহমানসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।









