ভালো বেতন না পাওয়ায় অনেক মাঠকর্মীই পেশা বদলে ফেলতে শুরু করেছিলেন। কিউরেটরদের কেউ কেউ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থিতু হয়েছেন আর্থিক মুক্তির জন্য। এমন অবস্থায় কিউরেটর ও মাঠকর্মীদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি পরিচালকদের সভায় নতুন বেতন কাঠামোর অনুমোদন দেয়া হয়।
এছাড়াও গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে কোচ, নির্বাচক, প্রশিক্ষক ও অন্যান্য কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দেয়া হয়েছে। কত শতাংশ বেড়েছে তা অবশ্য প্রকাশ করেনি বিসিবি।
বিসিবি সভার মূল এজেন্ডা ছিল পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ বিষয়ক। প্রকল্পের জন্য আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগে দরপত্র প্রক্রিয়া এবং দরপত্রের নথি অনুমোদন করেছে বোর্ড।
বিসিবির কার্যনির্বাহী কমিটির ১১তম সভায় বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন করেছে বোর্ড।
আগামী ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার ডারউইনে বিসিবি হাই পারফরম্যান্স দলের সফরের অনুমোদন দেয়া হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য গ্রাউন্ড ইকুইপমেন্ট ক্রয়ের বাজেট বরাদ্দ করা হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।









