রূপালী ব্যাংকের বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়াও সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদেরকে (উল্লেখিত) রাষ্ট্রায়ত্ত্ব বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।’
এছাড়াও এতে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা/ প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।







