এক্স (টুইটার) প্রধান ইলন মাস্ক ইহুদি বিরোধী একটি পোস্টকে সমর্থন করেছেন এমন অভিযোগে এক্সে আর বিজ্ঞাপন দিচ্ছে না অ্যাপল এবং ডিজনির মতো প্রতিষ্ঠানগুলো। এছাড়াও এর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। টেসলার বেশ কিছু শেয়ারহোল্ডারও ইলন মাস্কের বিরুদ্ধে কথা বলেছেন।
এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৭ নভেম্বর) শুক্রবার ডিজনি এবং অ্যাপল ইনকর্পোরেটেডের মতো বড় বিজ্ঞাপনদাতারা সোশ্যাল মিডিয়া সাইট এক্সে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক্স প্রধান ইলন মাস্কের ইহুদি বিরোধী কর্মকাণ্ডের জন্যই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়াও হোয়াইট হাউস মাস্কের কাজকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।
এক্স প্রধান ইলন মাস্ক এমন একটি পোস্টের সাথে একমত হয়েছেন যা ইহুদি বিরোধী হিসেবে বিবেচিত হচ্ছে। পোস্টটিতে লেখা ছিল, ‘ইহুদিরা শ্বেতাঙ্গদের প্রতি দ্বান্দ্বিক ঘৃণা পোষণ করে’। এই পোস্টের কমেন্টে মাস্ক লিখেছেন, ‘আপনি আসল সত্য বলেছেন’। এই ঘটনার পর থেকেই সমালোচিত হচ্ছেন মাস্ক। কেউ কেউ বলেছেন, তাকে তার পদ থেকে বরখাস্ত করা উচিত।
এক্স-এর বৃহত্তম বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া সাইট এক্সে নিজেদের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিরতি নিচ্ছে। যদিও দুটি সংস্থার মধ্যে ইতিমধ্যেই একটি অনিশ্চিত সম্পর্ক ছিল। আবার আরেক বড় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কর্পোরেশন জানিয়েছে, তারা বিজ্ঞাপনের জন্য এক্সকে অর্থ প্রদান করা বন্ধ করছে।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনবিসির তথ্য অনুযায়ী, আইবিএম জানিয়েছে যে পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত তারা এক্সে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখবে। ইউরোপীয় কমিশন এবং লায়ন্স গেট এন্টারটেইনমেন্ট কর্পোরেশনও বলেছে যে তারা এক্সে বিজ্ঞাপন প্রচারের ইতি টানবে। প্যারামাউন্ট গ্লোবাল এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারি ইনকর্পোরেটেড এক্সে সমস্ত বিজ্ঞাপন প্রচার স্থগিত করার ঘোষণা করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস শুক্রবার একটি বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কেউ তাদের সহ-নাগরিকদের মর্যাদায় আক্রমণ করলে এবং আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার সাথে আপস করলে তার বিরুদ্ধে কথা বলার বাধ্যবাধকতা রয়েছে। তবে এই বিষয়ে মাস্ককে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তিনি কোন জবাব দেননি।








