ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সাংবিধানিকভাবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে শপথ পড়ানো নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা। নির্বাচন কমিশনকে রুলিং দিয়ে প্রধান বিচারপতি বলেছেন, এই মামলায় সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক। তারা যে স্বাধীন সেই বার্তা জনগণকে দিতে পারছে কিনা এমন প্রশ্ন রেখেছেন আপিল বিভাগ। মাজহারুল হক মান্নার রিপোর্ট।








