নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে, এমন কিছু সহ্য করা হবে না উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সকল বাহিনী সংস্থার প্রধান ও প্রতিনিধিদের সাথে সভা হয়েছে। বাহিনীদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার ২১ ডিসেম্বর এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠকে আজ শহীদ ওসমান হাদি, একে খন্দকার, সুদানে সেনাবাহিনীর ৬ জনের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
ইসি বলেন, ভবিষ্যতে কোন নাশকতা কমাতে যথাযথ কর্মকান্ড হাতে নিতে গোয়েন্দাসংস্হাদের বলা হয়েছে।
এছাড়া মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর কার্যক্রম চালু হবে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে, ভোটারদের ভয়ভীতি দূর করতে হবে।
তিনি জানান, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছে পুলিশ থেকে। এর বাইরেও কেউ চাইলে নিরাপত্তা দেয়া হবে।
দল ও প্রার্থীদের আচরনবিধি প্রতিপালনে সহায়ক ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, কিছু ঘটনা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে। তবে এতে মূল দলগুলোর সম্পৃক্ততা পাওয়া যায় নি।
তিনি জানান, ওসমান হাদি হত্যার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তদন্ত কাজ তরান্বিত করতে নির্দেশনা দিয়েছি।
গণমাধ্যম অফিসে স্বার্থান্বেষী মহল হামলা করেছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ আর দেয়া হবে না। ৫ আগস্টের পর মানবিক পুলিশিংয়ের সুযোগ অনেকে নিয়েছে, তবে যারা পরিবেশ নষ্ট করতে চায়, তাদের বিষয়ে কঠোর হবার নির্দেশনা দিয়েছে ইসি। গণমাধ্যমে হামলার ঘটনায় ২০ জনকে শনাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।









