শুক্রবার সামাজিক মাধ্যমে হইচই ফেলে দেয় একটি ছবি। ছবির মানুষটি যেন অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কোথায় যেন হিসেব মিলছে না, চেহারা মিলে যাচ্ছে অন্য কোনো অভিনেতার সঙ্গে। ছবিটি আসলে বলিউড অভিনেতা অনুপম খেরের।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে পর্দায় আসছেন হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সামাজিক মাধ্যমে কবিগুরুর বেশে ছবি শেয়ার করে নিজেই জানালেন এই খবর।
অনুপম খের লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রকল্পে #গুরুদেব #রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত প্রকাশ করব।’
লুক প্রকাশ্যে আনলেও সিনেমার নাম কিংবা পরিচালকের নাম প্রকাশ করেননি। জানা যায়নি সিনেমার সম্পর্কে অন্য কোনো তথ্য।
অনুপম খেরের এই লুক প্রকাশ্যে আসার পর থেকে ভক্তদের উত্তেজনা বেড়ে গেছে। এক ভক্ত লিখেছেন, ‘চিনতেই পারিনি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘ছবি দেখার অপেক্ষায় রইলাম।’
সূত্র: হিন্দুস্তান টাইমস








