দেশজুড়ে ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে এবং দ্রুততম সময়ে দোষীদের শাস্তির দাবিতে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তাঁতিবাজার মোড়ে পৌঁছালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে প্রায় ২০ মিনিট। এরপর তারা অবরোধ তুলে নিয়ে মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যায়।
এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে। তারা বলেন, “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর”; “আমার বোনের কান্না, আর না আর না”; “জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”; “ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু”; “আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া”—এমন নানা প্রতিবাদী আওয়াজ ওঠে বিক্ষোভে।
বিক্ষোভে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী স্বর্ণা রায় বলেন, আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। নিরাপদভাবে চলাফেরার অধিকার আমাদের সবার। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বাংলা বিভাগ স্নাতকোত্তরের শিক্ষার্থী তানিয়া তন্বী বলেন, বারবার দেখা যায়, ধর্ষণের মামলাগুলো তদন্তের নামে দীর্ঘায়িত হয়। যা মোটেও ঠিক না। অপরাধী দোষ স্বীকার করার পরেও এমন চিত্র দেখা যাচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি এই চিত্র না বদলায়, তবে তা জাতির জন্য লজ্জাজনক।
শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। সমাজে এর প্রকোপ ক্রমশ বাড়ছে, যা নৈতিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তোলেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে তারা সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।









