রাশিয়ার দাগেস্তানের মাখাচকালার বিমানবন্দরে একটি বিশাল ইসরায়েল বিরোধী জনতা হামলা চালিয়েছে। এমনকি বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এই ঘটনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা গেছে, মাখাচকালার বিমানবন্দরের মধ্য দিয়ে একটি ক্ষুব্ধ জনতা ছুটে আসছে এবং তারা তেল আবিব থেকে আসা জনগণের রাশিয়ায় প্রবেশ বিষয়ে নিন্দা জানাচ্ছে। ভিড়ের মধ্যে কয়েকজন দৌড়ে রানওয়েতে গিয়ে বিমানটিকে ঘিরে ফেলে।
রাশিয়ার এভিয়েশন এজেন্সি জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার পর আগামী ৬ নভেম্বর পর্যন্ত ফ্লাইটি বন্ধ থাকবে।
ভিডিওতে আরও দেখা যায়, শত শত লোক বিমানবন্দর টার্মিনালে ফ্লাইটিকে ঘিরে ফিলিস্তিনি পতাকা নাড়ছে এবং “আল্লাহু আকবর” বলে চিৎকার করছে। প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দাগেস্তান হল রাশিয়ার উত্তর ককেশাসে একটি প্রধান মুসলিম প্রজাতন্ত্র। কাস্পিয়ান সাগরের পশ্চিম প্রান্তে প্রায় ৩ দশমিক ১ মিলিয়ন লোকের বাসস্থান এই অঞ্চলে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংসতার প্ররোচনার বিরুদ্ধে রাশিয়াকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক টুইট বার্তায় বলেছেন,মার্কিন যুক্তরাষ্ট্র দাগেস্তানে ইহুদিবিরোধী বিক্ষোভের তীব্র নিন্দা করছে। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছেন, মার্কিন দ্ব্যর্থহীনভাবে সমগ্র ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে কারণ আমরা বিশ্বব্যাপী ইহুদি-বিরোধীতা বৃদ্ধির প্রত্যক্ষ করছি। ইহুদি-বিরোধীতার জন্য কোনো অজুহাত বা যুক্তি নেই।
দাগেস্তানের সরকার গাজার প্রতি সমর্থন জানিয়েছে কিন্তু নাগরিকদের শান্ত থাকার এবং এই ধরনের বিক্ষোভে অংশ না নেওয়ার জন্য আবেদন করেছে। গাজায় ইসরায়েলের বোমা হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যাপক বিক্ষোভ হয়েছে।








