ইহুদি বিরোধী প্রচারণা রুখতে খেলোয়াড়দের ৮৮ নম্বর জার্সি পরা নিষিদ্ধ করেছে ইতালি। মঙ্গলবার ইতালির সরকার ও ইতালীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্র্যাভিনা এই বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
৮৮ নম্বরটি জার্মান নাৎসি বাহিনীর একটি সংখ্যাসূচক কোড। সংখ্যাটি দিয়ে ‘হেইল হিটলার’ বুঝানো হত। হাত উঁচিয়ে ‘হেইল হিটলার’ বলে হিটলারকে সম্মান জানাতো নাৎসি বাহিনী। ‘এইচ’ অক্ষরটি ইংরেজি বর্ণমালার অষ্টম বর্ণ, আর শব্দ দুটির প্রথম অক্ষর ‘এইচ’।
গত মার্চে ‘হিটলারসন’ লেখা ৮৮ নম্বর জার্সি পরে এক ল্যাজিও সমর্থক ম্যাচ দেখতে আসেন। এ কারণে সেই দর্শককে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
হিটলার সমর্থকরা ইহুদি বিরোধী ছিলেন। ‘৮৮’ সংখ্যাটি দিয়ে ইহুদি বিরোধী প্রচারণা চালাতো তারা। আর তা ঠেকাতেই ৮৮ নম্বর জার্সিটি নিষিদ্ধ করেছে ইতালি।
বর্ণবাদী আচরণের বিরুদ্ধে যেভাবে সবাই লড়াই করে, সংখ্যালঘুদের প্রতি ঘৃণা ও বৈষম্য দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেছেন, ‘স্বাক্ষর করা নীতিটি একটি বৃহত্তর কৌশলের প্রথম পদক্ষেপ মাত্র। খেলাধুলায় সব ধরণের বর্ণবাদ এবং বৈষম্য প্রতিরোধ ও মোকাবেলায় একটি নতুন দিনের সূচনা করতে এসব চুক্তি ভবিষ্যতে দারুণ কাজ করবে।’







