গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে বলে মন্ত্রব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার ১৬ আগস্ট সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি
সালাহউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশেই আমরা সবার সাথে আলোচনা করে ঐকমত্য তৈরি করেছি।
তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অপেক্ষা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যারা নির্বাচন নিয়ে নানা কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে জনগণ তাদের রুখে দিবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল বাধা উপেক্ষা করতে জনগণ সংকল্পবদ্ধ।’









