ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনি ম্যাথিউস ডি সান্তোস ছোটবেলার বান্ধবীর সাথে বাগদানের ঘোষণা দিয়েছেন। ইতালিতে ঘরোয়া পরিবেশে বান্ধবী রোজেলিনা সিলভাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সেখানে অ্যান্টনিকে হাঁটু গেড়ে প্রস্তাব করতে দেখা যায়।
অ্যান্টনি এবং রোজেলিনা একটি পোস্টে লিখেছেন, ‘ঈশ্বর আমাদের জন্য এমনকিছু করে রেখেছেন যা আমরা কল্পনা করতে পারি না তার চেয়েও অনেক বেশি…।’
অ্যান্টনি অনুষ্ঠানে লাল কার্পেট এবং লাল গোলাপ দিয়ে পুরো স্টেজ তৈরি করেন। এরপর রোজেলিনাকে প্রস্তাব দেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে।’









