ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র; আইস্ক্রিনে মুক্তি পাবে ১০ অক্টোবর। প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজটির রহস্যে ভরা ট্রেলার।
২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারটির পরতে পরতে রহস্য। একটি পরিবারের অস্বাভাবিক আচরণ ফুটে উঠেছে ট্রেলারে। অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখা যায় তাদেরকে। আছে লোভ, ভয় ও উত্তেজনা।
২০০৭ সালে ময়মনসিংহ শহরের কাশর এলাকার ইটখলায় রেললাইনে একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই “আদম পরিবারের” সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে “চক্র’ নামের সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ।
রহস্যজনক ঘটনা নিয়ে চক্র। শুটিংয়ে নেমেও যেন পুরো টিমকে পড়তে হয়েছে নানা রহস্যময় ও ব্যাখ্যাতীত কাণ্ডে! ভিকি জাহেদ বলছিলেন, ‘চক্র’র শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরেই শুরু হয় পদে পদে বাধা। বাধাগুলোও কেমন যেন রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথ পরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।
‘চক্র’-তে আছেন তৌসিফ ও ফারিণ। এছাড়াও আরো অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি।








