ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণ এবং ড্রোন হামলা শুরু হয়েছে। এই হামলায় একজন নিহত এবং সাত জন আহত হয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার ২৩ ডিসেম্বর রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের সীমান্তের কাছাকাছি একটি পাওয়ার স্টেশনে গোলা বর্ষণ করে, এই ঘটনায় তৎক্ষণাৎ পাঁচজন শ্রমিক আহত হয় এবং কুরাখোভো শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ান বাহিনী এক বছর আগে খেরসন অঞ্চলের ডিনিপ্রো নদীর পশ্চিম তীর ছেড়ে গিয়েছিল। কিন্তু পূর্ব তীরে নতুন অবস্থান থেকে ক্রমাগত সেখানে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে।
খেরসনের গভর্নর অলেক্সান্ডার প্রোকুডিন বলেছেন, ড্রোন হামলায় খেরসন শহরের দক্ষিণ-পূর্বে স্তানিস্লাভ শহরে একজন ব্যক্তি নিহত হয়েছে, অঞ্চলটি গত বছর থেকে ইউক্রেনের নিয়ন্ত্রণে ছিল কিন্তু রাশিয়া তার আক্রমণ চালিয়ে গিয়েছে। অঞ্চলটি সারাদিনে অনেকবার রাশিয়ার হামলার সম্মুখিন হয়। সন্ধ্যায় খেরসনের আবাসিক এলাকায় আক্রমণে সাতজন বাসিন্দা আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসনের প্রধান রোমান পাডুন সাসপিল পাবলিক ব্রডকাস্টারকে জানিয়েছেন, কুরাখোভ শহরের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার গোলাবর্ষণে পাঁচজন শ্রমিক আহত হয় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দা নিজ বাসস্থান ছেড়ে চলে যাওয়া শুরু করেছে।








