জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছে মাইলস্টোনে আহত আরেক শিক্ষার্থী। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম কাব্য। এরআগে ২ আগস্ট চিকিৎসা শেষে বাসায় ফিরেছে ওই কলেজের আহত শিক্ষার্থী শ্রেয়া ঘোষ (৯)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়া পান কাব্য। ছাড়াও গত কয়েক দিনে পর্যায়ক্রমে আরও ৯জন অগ্নিদগ্ধ শিক্ষার্থী চিকিৎসাশেষে হাসপাতাল ছেড়েছেন। তবে এখনও বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ২৭ জন, যাদের অনেকের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের অধিকাংশই শিক্ষার্থী।









