নেপালের অন্নপূর্ণা রেঞ্জের অন্নপূর্ণা সার্কিট হিমালয়প্রেমী ট্রেকারদের কাছে ভীষণ জনপ্রিয়। হিমালয়ের দুর্গম পাহাড়ি পথে চলতে চলতে চারদিকের বরফঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাটা যেমন চিত্ত জাগানিয়া তেমনই কষ্টসাধ্যও বটে। এবার দুর্গম সেই পথে সাইক্লিং করে কঠিনতম থরং লা পাস অতিক্রম করেছেন বাংলাদেশের অভিযাত্রী সোহাগ বিশ্বাস।
শুরুতে সোহাগের ইচ্ছে ছিল অন্নপূর্ণা রেঞ্জের মার্দি হিমাল ট্রেকে সাইকেল চালিয়ে বেসক্যাম্পে গিয়ে মার্দি হিমাল পর্বতের চূড়া আরোহণ। কিন্তু আবহাওয়া এবং আরও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাদ দিয়ে সাইকেলে অন্নপূর্ণা সার্কিট করার সিদ্ধান্ত নেন সোহাগ।
রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী সোহাগ বিশ্বাস জানান, পোখারা থেকে ১১ মার্চ অন্নপূর্ণা সার্কিটের উদ্দেশে সাইকেল নিয়ে রওনা হন তিনি। মুক্তিনাথ পেরিয়ে মানাং পর্যন্ত জিপের রাস্তা থাকলেও এর পরের অংশ শুধু পায়ে চলার পথ এবং তা অনেকটাই বিপজ্জনক। থোরং ফেদির আগে থেকেই জায়গায় জায়গায় শক্ত বরফে ঢাকা। শক্ত বরফের পিচ্ছিল পথে সাইকেল চালানো সম্ভব ছিল না বলে কিছ কিছু জায়গায় খুব সাবধানে ঠেলে ওঠা নামা করতে হয়েছে।

থোরং ফেদি থেকে হাই ক্যাম্প পর্যন্ত খাড়া রাস্তাও সফলভাবে সাইকেলে পাড়ি দেয় সোহাগ। হাই ক্যাম্প থেকে থোরং লা পাস পর্যন্ত শক্ত বরফের পিচ্ছিল পথে চলাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল বলে জানায় সোহাগ। ১০ দিনের মধ্যে থরং লা পাস অতিক্রম করে খাড়া ডাউনহিল পেরিয়ে সাইকেলে আবারও পোখারায় ফেরেন সোহাগ।
দুর্গম ও কঠিনতম পাহাড়ি পথে সাইকেল বেশ আনন্দ নিয়েই চালিয়েছেন সোহাগ। জানান, শরীর ফিট থাকায় তেমন কষ্ট হয়নি তার। যাত্রাবিরতি বা রাত্রীযাপনের বিভিন্ন স্থানে নিজের সঙ্গে থাকা স্টোভ জালিয়ে নিজেই মাঝে মাঝে খাবার, কফি বানিয়ে খেয়েছেন বলে খরচও অনেক কম হয়েছে বলে জানান তিনি। আর চলার পথে অন্য সহযাত্রী আর স্থানীয় বাসিন্দারা নানাভাবে সোহাগকে উৎসাহ দিয়েছেন বলেও জানান তিনি।

কুষ্টিয়ার ছেলে সোহাগ বিশ্বাস একাধারে একজন দৌড়বিদ, পর্বতারোহী, সাতারু ও সাইক্লিস্ট। টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে শিক্ষক হিসেবে কর্মরত সোহাগ বাইসাইকেলে ঘুরতে ভীষণ ভালবাসেন। এর আগে তিনি মেঘালয়, দার্জিলিংসহ ভারতের বিভিন্ন স্থানে সাইকেলে ঘুরেছেন।
কয়েকবার বাংলা চ্যানেল পাড়ি দেয়া এই অভিযাত্রী ভারতের দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেইনিয়ারিং ইন্সটিটিউট থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি দার্জিলিংয়ে আয়োজিত চ্যালেঞ্জিং বুদ্ধ ট্রেইলে দৌড়ানোসহ বাংলাদেশে ১০০ কিলোমিটার, ৫০ কিলোমিটারসহ অসংখ্য হাফ ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন। সোহাগের স্বপ্ন সারাজীবন এডভাঞ্চার এক্টিভিটির সাথে যুক্ত থেকে সুস্থ জীবন যাপনের।









