অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। সিনেমায় অভিনয় কিংবা নির্মাণের ঝলকানিতেও মুগ্ধ করেছেন দর্শক। মঞ্চেও রেখেছেন সমান দাপট। বলছি পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের কথা।
হঠাৎ তাকে নিয়ে কেন কথা? কারণ বুধবার রাতে আচমকা এক বার্তা দিলেন তিনি। মঞ্চ নাটকের একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার শেষ নাটক’!
আর তাতেই যেন কপালে ভাঁজ পড়লো অঞ্জন ভক্তদের! কী হলো প্রিয় অঞ্জনের, নানা প্রশ্নবানে মুহূর্তেই ভরে গেল অঞ্জনের সেই পোস্টের মন্তব্য ঘর! কেন এমন সিদ্ধান্ত- অনুসারীদের এমন প্রশ্নের সোজাসাপ্টা উত্তরও দিয়েছেন অঞ্জন।
মমতাজ নামের একজন প্রশ্ন করেছেন, ‘শেষ কেন?’ উত্তরে অঞ্জন লিখেছেন ‘নাটক মানে ফিজিক্যালি প্রচণ্ড পরিশ্রম।’ অর্ণব লাহিড়ী মন্তব্যে লিখেছেন,“আপনি কখনো কোনোদিন শেষ কথাটা বলবেন না। আমরা যাঁরা আপনার গুণমুগ্ধ ভক্ত, হৃদয় টা কেঁপে ওঠে। আপনি তো বলেছেন… শেষ বলে কিছু নেই। শেষ যেখানে, যেন শুরু সেখানে।” এটির উত্তরে অঞ্জন লিখেছেন, ‘নভেম্বর শুরু, শেষ হতে আগস্ট।’
কলকাতার একটি সংবাদমাধ্যমকে এ নিয়ে অঞ্জন বলেন, “নভেম্বরে যখন নাটকটা করব ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসাবে দেখি না। নাটকে নিজে অভিনয় করি। ৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।”
অঞ্জন স্পষ্ট জানান, ‘আরো একটা লেয়ার’ নাটকটিই হতে যাচ্ছে তার প্রোডাকশনে শেষ নাটক। এবং চলতি বছরের নভেম্বর থেকে আগামি বছরের আগস্টে শেষ হবে এটি। এরমধ্যে কোথায় প্রদর্শনী হবে, সব বিস্তারিত পরে জানাবেন বলেও জানান।
শেষ নাটকের ঘোষণায় বহু অঞ্জন অনুসারী আবেগাপ্লুত হয়ে পড়েছেন। মন্তব্যের ঘরে বহুজন তাদের মতামত জানাচ্ছেন। বেশীরভাগেরই মন্তব্য, ‘শেষ বলোনা দাদা, মন কাঁদে’!
এর আগে জুন মাসে অঞ্জন দত্ত ‘কিং লেয়ার’ নাটকের ঘোষণা করেছিলেন। সেই সময় ফেসবুকে অঞ্জন দত্ত লিখেছিলেন,“আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। মৃণাল দা কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এই বছর সিনেমা আর নয়। থিয়েটার। শেক্সপিয়রের কিং লেয়ার… এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজা। শেক্সপিয়র আমার জীবনে প্রথম বার, কিং লেয়ার।”








