থিয়েটারের মঞ্চ থেকেই এসেছিলেন অভিনেতা, গায়ক অঞ্জন দত্ত! পরে থিতু হন সিনেমায়। চার দশক পর সেই নাটকের মঞ্চেই ফিরলেন তিনি। তবে এই ফেরা ‘শেষবারের মতো’ বলে আগেই ঘোষণা দিয়েছেন ‘দত্ত ভার্সেস দত্ত’র অঞ্জন!
মঞ্চে তার শেষ নাটকের নাম ‘আরো একটা লেয়ার’। এরইমধ্যে মঞ্চে প্রদর্শনীও হয়েছে নাটকটির। পেয়েছেন প্রশংসা। আবারও নাটকটি আসছে থিয়েটারে। আগামি ৯ মার্চ কলকাতার জ্ঞান মঞ্চে দেখা যাবে নাটকটি। দর্শনার্থীদের জন্য পাওয়া যাচ্ছে অগ্রিম টিকেট!
এটি নিয়েই প্রচারণা চালাচ্ছেন অঞ্জন। সঙ্গে জুড়ে দিচ্ছেন ‘আরো একটা লেয়ার’-এর বেশকিছু স্থিরচিত্র। মঙ্গলবার দুপুরে নাটকটির একটি স্থিরচিত্র দিয়ে মঞ্চে অভিনয়ের জন্য আত্মজ্ঞান ও শৃঙ্খলা নিয়ে দীর্ঘ একটি লেখাও লিখেছেন।
ফেসবুক পোস্টে অঞ্জন লিখেছেন,“মঞ্চে অভিনয় করতে হলে প্রথমেই নিজের সম্পর্কে জানা দরকার। নিজের ক্ষমতা, দক্ষতা ও সীমাবদ্ধতাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। কেন? কারণ অভিনয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ আপনার ভেতরেই আছে— আপনার মন ও শরীরের মধ্যে। অনেকে মনে করেন, অভিনয় মানেই শুধু সংলাপ মুখস্থ করা, কিন্তু বিষয়টি এত সহজ নয়। যদি কেউ নিজের অভিনয়শিল্পের উপকরণ ও কৌশল না জানেন, তবে তিনি সহজেই অতিনাটকীয়তায় ভুগতে পারেন। অতিরঞ্জিত অভিনয় করতে গেলে আবেগের ঢেউয়ে ভেসে যাওয়ার ঝুঁকি থাকে। একজন প্রকৃত অভিনেতাকে তার আবেগ নিয়ন্ত্রণ করতে হয়—এমনভাবে প্রকাশ করতে হয়, যেন তা স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য লাগে। অভিনয় হচ্ছে সংযম ও নিয়ন্ত্রণের শিল্প, যেখানে আবেগকে অবিন্যস্তভাবে ঢেলে দেওয়া চলবে না।”
সময়ের সমালোচনা করে অঞ্জন লিখেছেন,“আজকাল মঞ্চে অনেকেই অভিনয়ের ভান করে। তারা নিজেদের অভিনেতা মনে করলেও, মূলত ‘হ্যাম’ অভিনেতা, যারা কেবল অতিনাটকীয়তা প্রদর্শন করেন। কিন্তু একজন সত্যিকারের অভিনেতাকে শৃঙ্খলাবদ্ধ হতে হয়। তাকে নিজের দক্ষতা ও কৌশলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হয়। শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান বা কেবল স্বতঃস্ফূর্ততার উপর নির্ভর করা যাবে না।”
“একজন অভিনেতা হওয়া মানে একই সঙ্গে অপ্রত্যাশিত ও বিচক্ষণ হওয়া। মানসিকভাবে তিনি তার বয়সের চেয়েও অনেক পরিণত হন, কারণ তাকে সময়ের চেয়েও এগিয়ে থাকতে হয়। একজন প্রকৃত অভিনেতা হয়তো দেখতে সাধারণ, কিন্তু তার ভেতরে অসাধারণ এক ব্যক্তিত্ব জ্বলজ্বল করে।” বলছিলেন অঞ্জন।
অভিনয় সহজ নয়, এটি বেদনার একটি পথ- এমনটা জানিয়ে অঞ্জন আরো বলেন,“আজকের যুগে ভণ্ডামি ও ছলনার ছড়াছড়ি। তাই একজন অভিনেতার দক্ষতা মিথ্যা হতে পারে না। আপনি চাইলেই হ্যামলেট বা কিং লিয়ারের চরিত্রে ভান করে অভিনয় করতে পারবেন না— আপনাকে চরিত্রের গভীরে প্রবেশ করতে হবে, বাস্তবতা ও যন্ত্রণা অনুভব করতে হবে। অভিনয় সহজ নয়, এটি বেদনার একটি পথ, এবং একজন প্রকৃত অভিনেতাকে সে বেদনা আত্মস্থ করেই এগিয়ে যেতে হয়।”









