মা হারালেন ‘ভয়ংকর সুন্দর’ নির্মাতা অনিমেষ আইচ। রবিবার বিকেলে এই নির্মাতার মা অঞ্জলি আইচ (অঞ্জু) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্তমানে তার মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হয়েছে৷
মায়ের মৃত্যুর খবর নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন অনিমেষ আইচ। লিখেছেন, “আমার মা স্বর্গের পাখি হয়ে গেলেন। বিদায় মাগো।”
সেই পোস্টে অনুসারীরা অনিমেষ আইচকে তার মৃত্যু শোকে সমবেদনা জানিয়েছেন। কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, আন্টি যেন শান্তিতে ঘুমান, আপনার বাবার জন্য প্রার্থনা। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, “কোন ভাষা নেই। তার শেষ হাসিটা চোখে লেগে আছে!”
অভিনেতা রওনক হাসান লিখেছেন, “আহা!!মা এর আত্মার শান্তি কামনা করছি! তানভীন সুইটি লেখেন, গভীর শোক ও শ্রদ্ধা।”
অঞ্জলি আইচের তিন সন্তানের মধ্যে অনিমেষ আইচ ছাড়াও অঞ্জন আইচ নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেন, আরেক সন্তান অনুপ আইচ।









