বাংলাদেশি সিনেমায় আসছে নতুন চমক! শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়।
যিনি অ্যানিমেল, দেবা, সরকারসহ বহু আলোচিত সিনেমায় তার অসাধারণ ক্যামেরার কাজ দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ‘প্রিন্স’-এ অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে লিখেছে, ‘প্রিন্স’ এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।

কে এই অমিত রায়? হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানা যায়, নব্বইয়ের শেষ থেকে ২০০০-এর শুরুর দিকে ভারতীয় কিংবদন্তী নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। ২০০৩ সালে দরনা জরুরি হ্যায় সিনেমার একটি এপিসোডে তিনি এমন এক দৃশ্য নির্মাণ করেন যা মুগ্ধ করেছিল পরিচালক সাজিদ খান ও রামগোপাল ভার্মাকে।
পুরো দৃশ্যটি পোস্ট-প্রোডাকশনে ব্যয়সাপেক্ষভাবে করার পরিবর্তে রায় মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে সমাধান দেন। সেখান থেকেই শুরু হয় তার বলিউডে উত্থান।

ভার্মা প্রথমে তাকে একটি প্রযোজিত ছবিতে কাজের প্রস্তাব দিলেও অমিত রায় সাফ জানিয়ে দেন, তিনি কেবল রামগোপাল ভার্মা পরিচালিত সিনেমাতেই কাজ করতে চান, তার প্রযোজিত সিনেমাতে নয়! সাহসী এই সিদ্ধান্তই পরবর্তীতে তাকে নিয়ে যায় অমিতাভ বচ্চন অভিনীত ভার্মার কাল্ট ফিল্ম সরকার (২০০৫)-এ।
তারপর আর অমিত রায়কে পেছনে ফিরে তাকাতে হয়নি। নিঃশব্দ, দাস কাহানিয়া, সরকার রাজ, দম মারো দম, লাভ আজকাল থেকে হাল সময়ের ডানকি ও অ্যানিমেল-এর মতো সিনেমায় ডিওপি হিসেবে কাজ করেছেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন,“আমরা শুরু থেকেই বলছিলাম ‘প্রিন্স’ হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।”
শিরিন সুলতানার প্রযোজনায় প্রিন্স-এ থাকছেন তিন নায়িকা। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।









