মুক্তির ৪০ দিন অতিক্রম করছে গেল বছরের অন্যতম আলোচিত বলিউড ছবি ‘অ্যানিমেল’। রণবীর কাপুর অভিনীত ছবিটি এরইমধ্যে বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করে তাক লাগিয়েছে। এখনও প্রেক্ষাগৃহে চলছে!
বড়পর্দায় এখনো সিনেমাটি বেশ ভালো দর্শক টানলেও চলতি মাস থেকে ঘরে বসেই দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।
ছবিটি মুক্তির পর পরই জায়ান্ট প্লাটফর্ম নেটফ্লিক্স আভাস দিয়ে রেখেছিলো যে, এই প্লাটফর্মেই দেখা যাবে অ্যানিমেল! এবার জানা গেল, ভারতের রিপাব্লিক দিবসেই এই প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘অ্যানিমেল’ এর বর্ধিত ভার্সন!
অফিশিয়ালি ঘোষণা না দিলেও ওটিটি বিশ্লেষকরা মনে করছেন, আসছে ২৬ জানুয়ারি নেটফ্লিক্সে দর্শক গেল বছরের সবচেয়ে সমালোচিত এই ব্যবসাসফল সিনেমাটি দেখতে পারবেন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। –টাইমস অব ইন্ডিয়া







