জালিয়াতির খপ্পরে অভিনেত্রী শ্রিয়া সরণ

Advertisements

ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী শ্রিয়া সরণ। সম্প্রতি তিনি জানতে পারেন যে, একজন অজ্ঞাত ব্যক্তি তার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক কঠোর বার্তায় শ্রিয়া ওই প্রতারককে অবিলম্বে এমন কার্যকলাপ বন্ধ করার হুঁশিয়ারি দেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘দয়া করে মানুষকে বার্তা পাঠানো এবং তাঁদের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন।’ বুধবার (১৯ নভেম্বর) শ্রিয়া ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট শেয়ার করে ওই প্রতারকের ফোন নম্বর প্রকাশ করেন। স্ক্রিনশটে দেখা যায়, ছদ্মবেশী ব্যক্তি শ্রিয়ার ছবিকে ডিসপ্লে পিকচার হিসাবেও ব্যবহার করেছে।

শ্রিয়া লিখেছেন, ‘যেই হোন না কেন, এ এক বোকামি। দয়া করে মানুষকে ভুল বার্তা পাঠানো এবং তাদের সময় নষ্ট করা বন্ধ করুন! সত্যিই অদ্ভুত। মানুষের সময় নষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে।” ‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, প্রতারক এমন ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করছে, যাদের তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন।

তিনি আরও লেখেন, ‘এটা আমি নই! এটা আমার নম্বর নয়! একদিক দিয়ে ভাল যে এই জঘন্য ব্যক্তি তাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন, যাদের আমি শ্রদ্ধা করি এবং ভবিষ্যতে যাদের সঙ্গে কাজ করতে চাই। খুবই অদ্ভুত! কেন আপনি নিজের সময় নষ্ট করে এমন কাজ করছেন? নিজের জীবন নিয়ে ভাবুন, অন্যের ছদ্মবেশ ধারণ নয়।’

পরবর্তী

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Exit mobile version