‘পাঠান’-এর সাফল্যের পরে নতুন প্রাণ পেয়েছে শাহরুখ খানের ক্যারিয়ার। ‘জওয়ান’-এ মন দিয়েছেন অভিনেতা। চলছে শুটিং। ২ জুন মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। মাত্র মাসখানেক বাকি ছবি মুক্তির। কিন্তু রেড চিলি এন্টারটেইনমেন্টের তরফ থেকে এখনও নেই কোনো প্রচারণা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভক্তরা।
দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান তথা সর্বভারতীয় ‘জওয়ান।’ হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির ঘোষণার পর থেকেই ‘জওয়ান’ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি কিছুটা দুশ্চিন্তাতেও আছেন তারা।
‘পাঠান’ ছবির আগে ক্যারিয়ারে চার বছরের বিরতি নিয়েছিলেন শাহরুখ। আর তার কারণ, একের পর এক ব্যর্থ ছবি। ‘জওয়ান’ মুক্তির আগে বাকি অল্প সময়। প্রচারণা ঠিক মতো না হলে ছবির ব্যবসাতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ভক্তরা। প্রচারণা ঠিক মতো না করলে ‘পাঠান’ সফল হলেও ‘জওয়ান’ মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
জওয়ান নির্মাতারা এখনও কোনো টিজার, ট্রেলার, গান কিছুই প্রকাশ করেননি। তার মাঝে একাধিকবার শোনা গেছে যে ছবির মুক্তি পেছাতে পারে। ফাঁস হয়েছে শুটিং সেটের একাধিক দৃশ্যও। সব মিলিয়ে শাহরুখ ভক্তরা চটেছেন রেড চিলির ওপরে।
টুইটারে শাহরুখের এক ভক্ত রেড চিলি এন্টারটেইনমেন্টকে ট্যাগ করে লিখেছেন, ‘ জওয়ানের মতো এত বড় প্যান ইন্ডিয়ান ছবির সম্ভাবনাকে নষ্ট করবেন না।’
আরেক ভক্ত লিখেছেন, ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট জওয়ানের ভবিষ্যৎ নষ্ট করছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘যশ রাজ ফিল্মসকে দেখে শিখুন। সিনেমার দুই মাস আগে থেকে প্রচারণ শুরু হয়ে যায়।’
‘জওয়ান’ ছবিতে প্রথমবার দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, শাহরুখের ‘জওয়ান’-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।
সূত্র: কইমই








